html

Sunday, July 29, 2018

সুতপা ঘোষ দস্তিদার

আত্মঘাতী


সুতপা ঘোষ দস্তিদার


একটু একটু করে প্রায়
পুরো আকাশ দখল করেছে
মেঘ          সেই সকাল থেকে
গুড়ি মেরে আসা প্রেমপ্রত্যাশি কালো পুরুষের বলিষ্ঠ বুকের
তলায় এখন নীলাম্বরী

রসসিক্ত হব বলে
আঁচল পেতে শুয়ে আছি
শুকনো নাবালে
একটুও সবুজ নেই তাই
টিয়ারা আর আসে না কাছে
সেই কবে এক সবুজ টিয়ার
পিছু নিয়ে অচিন কোন
মানবজমিনে পৌঁছে দেখি
সবুজে সবুজ     সে আমার
আঁচলে বুনে দিয়েছিল
সবুজের বীজ      তারপর
আশিরনখর সবুজ হয়ে
নিজেকে হারিয়েছি বহুবার
টের পাইনি জল শুকিয়েছে
কবে ধীরে ধীরে একেবারে।



যা হারিয়ে যায়


ঝিঞে ফুলের হলুদ ঘ্রাণ
মেখে বহুদূরে চলে গেছে
আলো      রেখে গেছে কথা
যেতে যেতে হাওয়ার কানে কানে       তাই কি এত চঞ্চলতা     পাতায় পাতায়
এত কাঁপন?
হা পিত্যেশ বসে আছি
সে কথা শুনব বলে
ঝিঞে ফুলের ঘ্রাণ মেখে
বহুদূরে চলে গেছে আলো
মেপে দেখিনি সে আলোয়
কত ব্যাথা ছিল ।



ভেঙে পড়ার আগে


কত কত ভালোর আশা চেয়ে
এত এত কালো মেখেছি হাতে
কালো হাতে যখন প্রায়
গুছিয়ে এনেছি সংসার
হঠাৎ একদিন  আঁতকে ওঠে সে          আমায় ছুঁয়ো না
তোমার কালো হাতে ।

পা জড়িয়ে ধরি জীবনের
যা কিছু সব তোমার জন্যে
হাতে কালি মেখে আমি
তোমায় রঙিন করেছি
ছেড়ে যেয়ো না আমায়।


কাকস্য পরিবেদনা


স্বজন পরিত্যক্ত ভগ্নপ্রায়
আমাকে জড়িয়ে ধরে শিশুহাত         এখানেই
শেষ নয় সবকিছু
আজের শেষ তো আগামীর
শুরু                ঝাপসা দৃষ্টি
উপরে তুলি          অনাবিল
সাদা হাসি ছড়িয়ে
দাঁড়িয়ে আছে আপাপবিদ্ধ
কালো শিশু
আমি দুই হাত বাড়িয়ে দিই।

No comments:

Post a Comment

Facebook Comments