ভাস্বতী গোস্বামী
সাগরে-পাহাড়ে ৩
উঠে আসা কাঁকড়ারা মানুষ দেখছিল
বালির ঝকমারি এড়াতে বাটার দোকান হল আর দূরত্ব এড়াতে গোল
ওদিকে যে সুমধুর চাঁদ লোনা জলে লুটোপুটি
যে কচ্ছপের পিঠ আর চাঁদা মাছের পেট মেপে মেপে জল ঘুরে গেল আকাশে
তারই শিস্ টিশে আজ চাঁদমারীতে বৃষ্টি শুনেছি
হাওয়া টিপেটুপে শাঁসালো হয়েছে খুব
মুখ রাখতেই কচ্ছপের দুধ গড়িয়ে গ্যালো
চলো, এবার ঝাউবন মাপার সময় হয়েছে কিছুটা পূব ঘুরে বসতে হবে
সাগরে-পাহাড়ে ৪
পা বাড়িয়ে রেখেছি
পাইনশালার ভুলগুলো ছুঁয়ে পথ
হিমনিহিম স্রোতে বাজে
দারু কেরু ও গল্পের ছোঁয়াছুঁয়ি
গানপুরা
চোখের ব্যালকনি থেকে কটেজের ঘ্রাণ থেকে ছায়া খুলে যায়
রাত ও বিজন
আলো ঠোঁটে বসে থাকে
বাতাসে মোম মাখাচ্ছিল কেউ
ঘুমঘোরে সেঁধোবার আগে খুব আগুন চেটেছে কমলা রকেটগুলো
The Best Las Vegas Casino (2021) - Mapyro
ReplyDeleteCasinos 오산 출장마사지 in Las Vegas · Hollywood Casino at Charles Town 밀양 출장샵 Races (Hollywood Casino 아산 출장샵 at The Venetian) · The 용인 출장안마 Venetian® at the Rio All-Suite Hotel & 춘천 출장마사지 Casino (Harrah's Lake Tahoe)